বাংলাদেশ উপদূতাবাসের অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচনার মুখে অঞ্জন দত্ত
কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অঞ্জন দত্ত।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে গান গেয়েছেন অঞ্জন দত্ত। গত ১৬ মার্চ তিনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ভ্রমণ করে এসেছেন।
ভারত সরকারের নিয়ম অনুযায়ী এ মুহূর্তে বিদেশ ফেরত যে কাউকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
সেই নিয়ম মানেননি অঞ্জন দত্ত। তাই তাকে নিয়ে সমালোচনা করছেন ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদরা। তারা অঞ্জন দত্তের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
Comments