বিমানের আবুধাবি, দুবাই ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইগামী ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত যেহেতু ঢাকার সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বিমানের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।

আবুধাবি ও দুবাই রুটে বিমানের ফ্লাইট স্থগিত হওয়ায় এখন পর্যন্ত বিমানের ১৭টি রুটের মধ্যে ১৩টি বন্ধ হয়ে গেল।

উল্লেখ্য, আবুধাবি ও দুবাইয়ে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে।

Comments

The Daily Star  | English

Workers' protest causes long tailback at Gazipur

Following the strike, heavy traffic congestion was seen on the Dhaka-Mymensingh, Dhaka-Kishoreganj, Dhaka-Tangail, and Dhaka-Sylhet highways

15m ago