প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ফুটবল ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত

আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল আগেই। নতুন করে দর্শকশূন্য মাঠে খেলা হবে কি না এ নিয়ে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। তবে তাতে ইতিবাচক কোনো সংবাদ মিলেনি। উল্টো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডে সব ধরণের ফুটবল স্থগিত করেছে তারা।
ছবি: এএফপি

আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল আগেই। নতুন করে দর্শকশূন্য মাঠে খেলা হবে কি না এ নিয়ে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। তবে তাতে ইতিবাচক কোনো সংবাদ মিলেনি। উল্টো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডে সব ধরণের ফুটবল স্থগিত করেছে তারা।

প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সের অধীনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার সকালে আলোচনায় বসে তারা। তাদের মূল উদ্দেশ্যই ছিল এগিয়ে চল। এ নিয়ে বেশ কিছু প্রস্তাবও দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। শেষ ৯২টি ম্যাচ 'বন্ধ দরজায়' দর্শকশূন্য নির্দিষ্ট তিন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা জানিয়েছিল তারা। তবে বেশির ভাগ ক্লাব আপত্তি জানানোয় এ আলোচনার অগ্রগতি হয়নি।

এক বিবৃতিতে গভর্নিং কমিটি জানিয়েছে, 'এফএ, প্রিমিয়ার লিগ,  পিএফএ ও এলএমএ সহ ওমেন্স প্রফেশনাল লিগ, ইএফএল হতে শুরু করাই আমরা খুব বাজে সময় পার করছি। যারা কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা। কীভাবে নিরাপদ-ভাবে ফুটবল এগিয়ে নেওয়া যায় এ নিয়ে আলোচনা করেছি। সম্মিলিতভাবে আমরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডের সব ধরণের পেশাদার ফুটবল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

এদিকে ইংলিশ সরকার করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক। ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছে ১০৮ জন। আক্রান্ত হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ও চেলসি ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইসহ আরও বেশ কিছু খেলোয়াড়-কর্মকর্তা। যদিও তারা সেরে ওঠার পথে।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

10h ago