ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশফেরত ৮ হাজার, কোয়ারেন্টিনে ১৪
গত দুই সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৮ হাজার ৭৬৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিদেশফেরতদের মাত্র ১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে পাঠানো এক ইমেইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত দেশসহ অন্যান্য দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৮ হাজার ৭৬৭ জন । জেলার প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রবাসীদের অবস্থা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহাম্মেদ দ্য ডেইলি স্টারকে ইমেইলের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিদেশ ফেরতদের তালিকা ইতোমধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. শাহ আলম জানিয়েছেন, বিদেশফেরতদের মাত্র ১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কাউকে ভর্তি করা হয়নি।
প্রায় নয় হাজার প্রবাসীদের তালিকার বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘বিদেশ ফেরতদের তালিকা আমাদের কাছে এসেছে। এ তালিকা ধরে সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হবে।’
Comments