বান্দরবানে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের টাইগার পাড়ায় স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে তারা তৈরি পোশাক কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
মামলার নথি থেকে জানা যায়, দুই তরুণী মেঘলা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে তারা অন্যান্য দিনের মতো স্থানীয় পরিবহন ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরছিলেন। গাড়িতে দুজন চালক ছিলেন— উবা চিং মারমা ও সুজন বড়ুয়া। তারা দুই তরুণীকে নির্দিষ্ট গন্তব্যে না নামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নীলাচল ট্যুরিস্ট স্পট এলাকায় চলে যায় এবং তাদের ধর্ষণ করে। রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন।
শহীদুল ইসলাম আরও বলেন, আমরা আসামিদের গ্রেপ্তার করতে সর্বোচ্চ চেষ্টা করছি।
Comments