নির্ভয়া ধর্ষণ-হত্যা: কাল ৪ আসামির ফাঁসি
ভারতের দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর হচ্ছে শুক্রবার।
আজ মামলার আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত। তাই নির্ধারিত সময় শুক্রবার সকাল সাড়ে ৫টাতেই ফাঁসি কার্যকর হবে।
আসামিরা ফাঁসি বন্ধের আবেদন জানিয়ে দাবি করে, আইনি পথ বাকি রয়েছে তাদের।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ইরফান আহমেদ এনডিটিভিকে জানান, তাদের কোনো আইনি পথ আর বাকি নেই। পবন আর অক্ষয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন সেটিও নাকচ হয়েছে।
গত জানুয়ারি থেকে তিন বার ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।
২০১২ সালের ১৬ ডিসেম্বর বাসে মেডিকেল শিক্ষার্থীকে দলবেধে ধর্ষণের পর নির্মম নির্যাতন চালানো হয়। ২৯ ডিসেম্বর মারা যায় ওই শিক্ষার্থী।
Comments