স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ
করোনাভাইরাস প্রতিরোধ ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বিকেলে অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে এ বরাদ্দের কথা জানায়।
গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার একদিন পর এ বরাদ্দ দেওয়া হলো।
এর আগে গত সপ্তাহে করোনা মোকাবিলায় ৫০ কোটি টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল।
গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাহিদা অনুযায়ী অর্থ দেওয়া হবে।
Comments