ভারতে ‘জনতার কারফিউ’ এর ডাক দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় আগামী ২২ মার্চ ভারতের জনগণকে ‘জনতার কারফিউ’ পালনের আহ্বান জানিয়েছেন।
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় আগামী ২২ মার্চ ভারতের জনগণকে ‘জনতার কারফিউ’ পালনের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তবে, স্বাস্থ্যসেবা ও সংবাদমাধ্যমের মতো প্রয়োজনীয় সেবার সঙ্গে জড়িতদের ওপর ‘কারফিউ’ প্রযোজ্য হবে না।

‘জনতার কারফিউ’-তে সমর্থন চেয়ে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘২২ মার্চ রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ থাকবে।’

আত্ম-নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে এই কারফিউ পালন করতে বলেন মোদি। তিনি বলেন, প্রত্যেকে অন্তত ১০ জনের কাছে এ তথ্য পৌঁছে দেবে—রোববার যেন সবাই যার যার বাড়িতে থাকেন।

তিনি করোনাভাইরাস মোকাবিলায় দুটি মন্ত্রের কথা দেশবাসীকে জানান, ‘স্থির সংকল্প ও আত্ম-নিয়ন্ত্রণ।’ তিনি বলেন, এই দুই মন্ত্রের ওপর ভর করে দেশবাসীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায় যারা কাজ করছেন, তাদের আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রোববার বিকেল ৫টায় আমরা ঘরের দরজা বা বারান্দায় পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদের ধন্যবাদ জানাব। আমরা তাদের উত্সাহিত করব।’

৩০ মিনিটের বক্তব্যে মোদি বলেন, ‘গোটা বিশ্ব মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ কয়েকটি দেশ বা রাজ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু, করোনাভাইরাস পুরো মানব জাতিকে সঙ্কটে ফেলেছে।’

Comments