অ্যালকোহলের পরিবর্তে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ওয়ার্নের প্রতিষ্ঠান

গেল ১৭ মার্চ থেকে ওয়ার্নের প্রতিষ্ঠানটি মদ বানানো বন্ধ রেখেছে। তার পরিবর্তে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ (মেডিক্যাল গ্রেড) হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ‘সেভেন জিরো এইট জিন’।
shane warne
ছবি: এএফপি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। নিজের অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মদ বানানো বন্ধ রেখেছেন তিনি। বরং অ্যালকোহল দিয়ে ‘মেডিক্যাল গ্রেড’ হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছেন সাবেক তারকা লেগ স্পিনার।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ ভাইরাস নিয়ে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতিতে নিজ দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করেছিলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার আকুতিতে সাড়া দিয়ে বৈশ্বিক মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন ওয়ার্ন।

‘সেভেন জিরো এইট জিন’ নামক অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অন্যতম মালিক ওয়ার্ন। বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া এই ঘূর্ণি জাদুকরের উইকেটের সংখ্যার সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে প্রতিষ্ঠানটির।

গেল ১৭ মার্চ থেকে ওয়ার্নের প্রতিষ্ঠানটি মদ বানানো বন্ধ রেখেছে। তার পরিবর্তে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ (মেডিক্যাল গ্রেড) হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ‘সেভেন জিরো এইট জিন’।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওয়ার্ন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময়। এই রোগকে মোকাবিলা করতে এবং মানুষের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যেভাবে সম্ভব সাহায্য করা উচিত আমাদের সকলের।’

তিনি যোগ করেছেন, ‘আমার খুব খুশি লাগছে যে, “সেভেন জিরো এইট সেভেন” এই পরিবর্তন (অ্যালকোহল বানানো বন্ধ রেখে স্যানিটাইজার তৈরি) আনার সামর্থ্য দেখিয়েছে এবং অন্যদের একই পথ অনুসরণ করতে উৎসাহিত করছে।’

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন, মারা গেছেন সাত জন। আর গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা আড়াই লাখে পৌঁছেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার।

Comments