করোনাভাইরাস: সংসদে সমালোচনার পর ডাচ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Bruno Bruins-1.jpg
ব্রুনো ব্রুইনস। ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্বে থাকা স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস পদত্যাগ করেছেন। করোনাভাইরাস মোকাবেলায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে সংসদে তুমুল সমালোচনা হওয়ার একদিন পর গত বৃহস্পতিবার রাতে তিনি পদত্যাগ করেন।

রয়টার্স জানিয়েছে, বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিতের সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্বাস্থ্যমন্ত্রী ব্রুইনস। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি।

নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত দেশটির উপপ্রধানমন্ত্রী উগো দে জঙ্গেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে জানান, সেরে উঠতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তার কারণেই ব্রুইনস স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন।

পদে না থাকলেও ব্যক্তিগতভাবে করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস।

নেদারল্যান্ডসে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৬০ জনে পৌঁছেছে এবং মারা গেছেন ৭৬ জন।

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago