করোনাভাইরাস: রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ ব্যবস্থা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কার্যালয় এসব সিদ্ধান্ত নিয়েছে।
অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ সামসুদ্দোজা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশি নাগরিকদের চলাচল সীমিত করা হয়েছে। সদ্য বিদেশফেরত কেউ ক্যাম্পে প্রবেশ করতে পারবে না। ইতোমধ্যে কাজ করার জন্য বিদেশ থেকে এসেছেন এমন সবার ভ্রমণ বৃত্তান্ত যাচাই করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশি নাগরিকদের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
ইতোমধ্যে ক্যাম্পের সব মাদ্রাসা ও স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। ত্রাণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া বিতরণ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মোহাম্মদ সামসুদ্দোজা আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে যাতে জনসমাগম না হয় সেদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারি রাখছে।
এখনও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের কেউ করোনায় আক্রান্ত হয়নি। আইসোলেশন সেন্টারের জন্য ক্যাম্পের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ফিল্ড হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। কারো মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা গেলে তাকে দ্রুত কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান তিনি।
Comments