আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় উমর আকমল

উমর আকমলের বিরুদ্ধে পৃথক ঘটনায় বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালা দুবার ভাঙার অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদি দোষী প্রমাণিত হন, তাহলে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।
umar akmal
ছবি: এএফপি

উমর আকমলের বিরুদ্ধে পৃথক ঘটনায় বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালা দুবার ভাঙার অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদি দোষী প্রমাণিত হন, তাহলে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।

আজ শুক্রবার ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির দুর্নীতি বিরোধী নীতিমালার ২.৪.৪ অনুচ্ছেদ অনুসারে ২৯ বছর বয়সী উমরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণ পেয়েও পিসিবির সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টির পুরো বৃত্তান্ত (গ্রহণযোগ্য কারণ ছাড়া) তাৎক্ষণিকভাবে জানাতে ব্যর্থ হলে যে শাস্তির বিধান রয়েছে, তা এই অনুচ্ছেদে আলোচিত হয়েছে।

গেল মঙ্গলবার উমরকে অভিযোগের নোটিশ পাঠিয়েছে পিসিবি। ১৪ দিনের মধ্যে (আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা) লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাকে।

গেল ২০ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে  নিষিদ্ধ করা হয় উমরকে। ফলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেননি তিনি।

বিতর্ক-নিষেধাজ্ঞা যেন উমরের নিত্যসঙ্গী। সেসব ছাপিয়ে তিনি দলেও ফিরেছেন বারবার। তবে এবার দোষী প্রমাণিত হলে, বড় শাস্তি পেতে হতে পারে পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই তারকাকে।

Comments