বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখতে মাঠে শরীয়তপুরের পুলিশ
বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখতে মাঠে নেমেছে শরীয়তপুরের পুলিশ। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখতে পুলিশের সমন্বয়ে ওয়ার্ড পর্যায়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৮ মার্চে বিদেশফেরত দুই হাজার ৮৩৮ জনের একটি তালিকা আমরা হাতে পেয়েছি। বর্তমানে এই তালিকা অনুযায়ী জেলা পুলিশ কাজ করছে।’
যারা নির্দেশনার পরেও হোম কোয়ারেন্টিনে থাকছেন না, তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘পুলিশ নিয়মিত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মনিটরিং করছেন। জনস্বার্থে এই কার্যক্রম চলবে।’
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ থেকে ১৭ মার্চ তিন দিনে দুই হাজার ৮৩৮ প্রবাসী শরীয়তপুরে ফিরেছেন।
তাদের মধ্যে মাত্র ২৯৭ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন বলে শরীয়তপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
Comments