করোনাভাইরাস

মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৭২ হাজারেরও বেশি। এ ছাড়া, ইউরোপের দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।
Coronavirus
করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ ইতালি। ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৭২ হাজারেরও বেশি। এ ছাড়া, ইউরোপের দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।

আজ জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন অন্তত ১১ হাজার ৩১০ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ।

ইতালিতে ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানেই একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা যাওয়ার রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার জন।

ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগেই ইতালি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এর পরেও আক্রান্ত ও মৃতের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকায় দেশটিতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইতালিতে নারীদের তুলনায় পুরুষদের মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত বাড়ছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মার্চের শুরুতে দেশটিতে ১০০ জনেরও কম মানুষ আক্রান্ত থাকলেও এখন তা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ১৮ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ২৪১ জন।

দেশটির ৫০টি রাজ্যের সবগুলোতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

চীনে তৃতীয় দিনের মতো নতুন আক্রান্ত নেই

গতকাল নিয়ে টানা তৃতীয় দিনের মতো চীনের অভ্যন্তরে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি। বাইরে থেকে আসা ৪১ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

চীনের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮ জন।

Comments