যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ওয়াসফিয়া নাজরিন
পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখন কোয়ারেন্টিনে (লস এঞ্জেলেস আসার পর থেকেই ছিলাম) কঠোর ব্যবস্থাপনার মধ্যে আছি। আমাকে এটা মোকাবিলা করতেই হবে। প্রতিটি দিনই সংগ্রামের।’
পোস্টে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ওয়াসফিয়া। এ ছাড়াও সত্যতা ও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া সংবাদ শেয়ার না করারও আহ্বান জানিয়েছেন তিনি।
ওয়াসফিয়া গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস যান এবং পরদিনই ভাইরাস আক্রান্তের লক্ষণ দেখতে পান।
বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ২০১৫ সালে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করে সকলের কাছে পরিচিতি পান ওয়াসফিয়া।
Comments