করোনাভাইরাস: বাসা থেকেই কাজ চালাবেন বিসিবি কর্মীরা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে সব ধরনের খেলা বন্ধ হয়েছে আগেই। দাপ্তরিক কাজেও এসেছে সীমাবদ্ধতা। এই সংকটকালে তাই কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, রোববার থেকেই কার্যকর হবে তাদের এই নীতি। এই সময়ে খুব জরুরি কাজ যেটা অফিসে না এসে করা যাবেই না, এমন হলেই কেবল অফিসে আসতে পারবেন নির্দিষ্ট কোন কর্মী।
শনিবার করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করে বিসিবি। এই সময় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান সতর্ক থাকতেই তারা অফিসে আসা বাদ দিচ্ছেন, ‘বোর্ডের পক্ষ থেকে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের অপারেশনাল যে কাজ আছে সবকিছু সীমাবদ্ধ করা হবে। খুব জরুরি না হলে অফিসে কাউকে আসতে হবে না। আইসিসি বা এসিসির কোন বিষয় থাকলে আমরা চেষ্টা করব রিমোটলি যোগ দেওয়ার। একই সঙ্গে নির্দেশ থাকবে সবাইকে স্টেশন না ছাড়ার জন্য। যেকোনো পরিস্থিতিতে ডাকলে যাতে পাওয়া যায়।’
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের দাপ্তরিক কার্যক্রম সীমাবদ্ধ করে। করোনাভাইরাসের এই সংকট সময়ে তাদের কর্মীরাও বাসা থেকেই কাজ চালাবেন।
গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান অনির্দিষ্টকালের জন্য দেশের ক্রিকেট স্থগিত করে বলেছিলেন, খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তারা কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যান।
Comments