পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে আটক ২
রাজধানীর আগারগাঁও এলাকায় দায়ত্বিরত এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে এক বাস চালক ও তার সহকারীকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ শনিবার ডিবি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সাহাদাত হোসেন ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসচালক মোহাম্মদ গোলাম মোস্তফা (৬০) ও তার সহকারী আব্দুল মান্নান লতিফকে (৪৫) গতকাল ঢাকার পল্লবী এলাকা থেকে আটক করা হয়েছে।
গত ১৮ মার্চ কাফরুল থানার সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম আগারগাঁওয়ে বাসের ধাক্কায় মারা যান।
Comments