পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পাবনার সাঁথিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে উপজেলার খোয়ারবাগান এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আব্দুল আলিমের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলী।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আব্দুল আলিম একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের কাছে তথ্য ছিল— খোয়াবাগান এলাকায় এক দল মাদক চোরাকারবারি অবস্থান নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় গুলিবিদ্ধ অবস্থায় আলিমকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়। আলিমকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও এক শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একজন অভিযানে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান গৌতম কুমার বিশ্বাস।
Comments