বাংলাদেশকে জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বাংলাদেশে করোনাভাইরাস প্রাদূর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ শনিবার ডব্লিউএইচও এর প্রতিনিধিদল বনানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বাসায় বৈঠকে বসেন।
সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানার বরাতে সাঈদ খোকন দ্য ডেইলি স্টারকে জানান, লকডাউন ও জরুরি অবস্থা জারি করে করোনা আক্রান্ত দেশগুলো সুফল পেয়েছে।
সাঈদ খোকন বলেন, ‘ডব্লিউএইচও ধারণা করছে, বাংলাদেশে করোনা সংক্রমণ ভবিষ্যতে আরও বাড়তে পারে। এ কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি জোর দিয়েছে সংস্থাটি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
Comments