মিরপুরে ৩০ পরিবারের চলাচল সীমিত
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রাজধানীর মিরপুরে একটি ভবনের ত্রিশটি পরিবারের চলাচল সীমিত করা হয়েছে।
ওই ভবনের এক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে মারা যাওয়ার পর সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোশতাক আহমদ জানান, ৭৩ বছরের এক প্রবীণ করোনাভাইরাসে মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে আছেন। মিরপুরের ওই ভবনের অন্য বাসিন্দারাও ভাইরাসের ঝুঁকি এড়াতে তাদের চলাচল সীমিত করেছেন।
তিনি আরও বলেন, ‘তারা পুলিশের সহযোগিতা চেয়েছেন। আমরা তাদেরকে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছি।’
বর্তমানে ওই ত্রিশ পরিবারের কেউ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছেন না। জরুরি প্রয়োজনে পরিবারের একজনই বাইরে যাচ্ছেন ও যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসছেন বলে জানান মোশতাক আহমদ।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
Comments