করোনাভাইরাস: দেশের মানুষের জন্য তামিমের বার্তা

করোনাভাইরাস বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম। সারা বিশ্বের মতো এ ভাইরাস বাংলাদেশের মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। তবে এখনও এ দেশের মানুষের মধ্যে সে অর্থে সচেতনতা তৈরি হয়নি। তাই দেশের মানুষকে সতর্ক করতে এক ভিডিও বার্তা প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাস বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম। সারা বিশ্বের মতো এ ভাইরাস বাংলাদেশের মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। তবে এখনও এ দেশের মানুষের মধ্যে সে অর্থে সচেতনতা তৈরি হয়নি। তাই দেশের মানুষকে সতর্ক করতে এক ভিডিও বার্তা প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে নিজের বার্তা দেন তামিম। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'করোনাভাইরাস এর সাথে জিততে হলে আমাদের সবাই কে এক সাথে দায়িত্ব পালন করতে হবে। সবাই দায়িত্ব মেনে চললে আমরা এ লড়াই জিতবো ইনশাআল্লাহ।'

আর ভিডিওতে বলেছেন, 'করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুশ্চিন্তা করার কিছুই নেই। তবে সবাইকে সাবধান আর সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ।'

'প্রথমত, সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বারবার সবাইকে হাত ধুতে হবে। চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না।

অন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের থেকে বাইরে না যাওয়া, ভিড়ের থেকে দূরে থাকা, আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

'আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমাদের কিছু ত্যাগ করতে হবে। ফ্যামিলিতে যারা বয়স্ক আছেন তাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন, তাদের অনুরোধ করবো, তারা যেনো নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

'কেউ মিথ্যে বা গুজব ছড়াবেন না। আর গুজবে কানও দিবেন না। আমি আর আমার ফ্যামিলি সব কিছু মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্বের সঙ্গে চলাফেরা করলে আমরা এই লড়াই জিততে পারবো।'

সারা বিশ্বের মতো করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে বাংলাদেশেও। ক্রীড়া ক্ষেত্রেও সব আসর স্থগিত করা হয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। দেশে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুসহ ২৪ জন আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজার মানুষ।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago