হাসপাতালে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি
দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীর প্রবেশ সীমিত করার নির্দেশনা দিয়েছে স্বস্থ্য অধিদপ্তর। দর্শনার্থীদের মাধ্যমে যেন হাসপাতাল থেকে রোগ ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, শুধুমাত্র রোগীর সঙ্গে একজন এটেন্ডেন্ট থাকতে পারবেন। এর বাইরে রোগীর পরিবার-পরিজনদের মধ্যে কেউ হাসপাতালে অবস্থান করতে পারবেন না।
প্রতিটি হাসপালকে চিঠি দিয়ে এই নির্দেশনা পালন করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
দর্শনার্থীদের হাসপাতালে প্রবেশ সীমিত করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রোগী দেখতে দলবেধে দর্শনার্থী গেলে হাসপাতাল থেকেই রোগ ছড়াতে পারে।
Comments