গুজব ছড়ানোর অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মানিকগঞ্জ জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
arrest-1_1.jpg
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মানিকগঞ্জ জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে সাদ্দাম হোসেন তার ফেসবুক আইডি থেকে করোনাভাইরাস নিয়ে একটি পোস্ট করেন। মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে একজন মারা গেছেন ও তিনজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, এমন মিথ্যা তথ্য ছড়ানোর কারণে গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, সাদ্দামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তিনি আজ সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাদ্দামের বাড়ি (২৫) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা উত্তর খানদা গ্রামে।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago