আটকের কয়েক ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপার এলাকায় থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
Crossfire logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপার এলাকায় থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।

পুলিশ বলছে তার নাম সোহেল হাওলাদার ওরফে জুনা (৩০)। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মাদক মামলাসহ ১৭টি মামলা আছে।

আজ রোববার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘গতকাল সন্ধ্যায় সোহেল কক্সবাজার থেকে উড়োজাহাজে ঢাকায় আসে। তখন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় নাগদারপার এলাকায় অস্ত্র এবং মাদক লুকিয়ে রেখেছে। পরে তাকে নিয়ে সেখানে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা গুলি বর্ষণ করে।’

‘পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় সোহেল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে সে মারা যায়,’ বলে যোগ করেন ওসি।

‘ঘটনাস্থল থেকে একটি রিভালবার উদ্ধার করা হয়েছে’ উল্লেখ করেন তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

নিহত সোহেল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আদিনগর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

5m ago