করোনা মোকাবিলায় বেতনের ৩০ শতাংশ দেবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় বেতনের ৩০ শতাংশ অনুদান হিসেবে দেবেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন যে ইন ও অন্যান্য সরকারি শীর্ষ কর্মকর্তারা। রাষ্ট্রীয় তহবিলে আগামী চার মাস এ অনুদান দেবেন তারা।
কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সিউলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী চুং সাই-কিয়ুনের সভাপতিত্বে দেশটির মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি সংস্থার প্রধান কর্মকর্তারা বৈঠকে অংশ নেন ।
বৈঠক শেষে জানানো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতনের ৩০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে করোনাভাইরাস মহামারিতে আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য ওই টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন।
Comments