জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতে মামলার কার্যক্রম মুলতবি
নিম্ন আদালতে জরুরি বিষয় ছাড়া অন্যান্য মামলার কার্যক্রম মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আদালতে জনসমাগমে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আজ এই সিদ্ধান্ত এসেছে।
এই পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া অন্যান্য কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য স্থগিত থাকবে।
প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আকবর আলী এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন।
এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপিল বিভাগের বিচারপতিগণ, আইনমন্ত্রী আনিসুল হক, এটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার কার্যালয়ে বৈঠক করেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টে এখন অবকাশ চলছে। অবকাশ শেষে ২৯ মার্চ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম নিয়ে প্রধান বিচারপতি তার সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
Comments