এই থমকে যাওয়া সময়েরও ইতিবাচক দিক পাচ্ছেন পোলার্ড

সব ধরনের খেলাধুলা বন্ধ, ঠিকঠাক করা যাচ্ছে না অনুশীলনও। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব। বড় ক্ষতির মুখে আছে বিশ্বের ক্রীড়াঙ্গন। তবে অনাকাঙ্ক্ষিত এই বিরতিরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।
kieron pollard
কিয়েরন পোলার্ড। ছবি: এএফপি

সব ধরনের খেলাধুলা বন্ধ, ঠিকঠাক করা যাচ্ছে না অনুশীলনও। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব। বড় ক্ষতির মুখে আছে বিশ্বের ক্রীড়াঙ্গন। তবে অনাকাঙ্ক্ষিত এই বিরতিরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।

আরও মাসখানেকের জন্য ওয়েস্ট ইন্ডিজ সব ধরনের ক্রিকেট বন্ধ রেখেছে। ইংল্যান্ড মে মাস পর্যন্ত পেশাদার ক্রিকেট স্থগিত রাখায় জুনে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরও আছে দোলাচলে। বিশ্ব ঘুরে ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট খেলেন পোলার্ড। বন্ধ সেসবও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পিছিয়ে গেছে ১৫ এপ্রিল পর্যন্ত। তা পেছাতে পারে আরও।

পোলার্ডের মতো ব্যস্ত তারকার তাই এত অবসর সময় পাওয়া একেবারেই অস্বাভাবিক। জ্যামাইকার গণমাধ্যম জ্যামাইকা গ্লিনারকে দমবন্ধ সময়েরও ইতিবাচক দিক জানিয়েছেন তিনি,  ‘এটাই তো আত্মানুসন্ধানের সময়, নিজেকে জানার উপযুক্ত পরিবেশ। ব্যক্তিগতভাবে আমার ক্যারিয়ার কোথায় দাঁড়িয়ে, সামনে আর কি অর্জন করতে পারি, এসব নিয়ে সময় নিয়ে ভাবা যেতে পারে।’

তবে খালি ভেবে ভেবেই সময় কাটিয়ে দিলেও চলবে না। যেকোনো সময় যাতে খেলায় নামার অবস্থা থাকে সেজন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নেওয়া দরকার মনে করছেন তিনি, ‘শারীরিক ফিটনেস ও মানসিক অবস্থা ভাল রাখতে হবে। কারণ হুট করেই সব আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে, তখন তাড়া আসবে মাঠে ফেরার। প্রস্তুতির জন্য তখন আর বাড়তি সময় মিলবে না।’

জুন ইংল্যান্ডে খেলতে যাওয়া বাতিল হলে জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের। তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টির সিরিজ দিয়েই অনাকাঙ্ক্ষিত বিরতি কেটে যাওয়ার আশা পোলার্ডের।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago