করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আইসোলেশনে কয়েদি
নাটোর জেলা কারাগারের এক কয়েদির শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওসমান গনি নামে ওই কয়েদির শরীরে করোনাভাইরাস উপসর্গ দেখা দেওয়ায় আদালত সাময়িকভাবে তার জামিন মঞ্জুর করে। পরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি ওই কয়েদিকে নাটোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।
নাটোর কারাগারের জেল সুপার আবদুল বারেক বলেন, ‘শনিবার ওই কয়েদির গায়ে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা ও মাথাব্যথা ছিল। কারাবন্দি ও কারাগারের অন্যান্য কর্মীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে বিষয়টি জেলা জজ, জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়।
রোববার বিকেলে অসুস্থতা বিবেচনায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ওই কয়েদির জামিন মঞ্জুর করেন।
Comments