সৌদি আরবে ২১ দিনের কারফিউ

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবে ২১ দিনের কারফিউ ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
করোনা আতঙ্কে জনশূন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-রাজি মসজিদ। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবে ২১ দিনের কারফিউ ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। যা আজ সোমবার থেকে কার্যকর হবে।

আজ সোমবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কারফিউ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাদের সহযোগিতা করবে দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ।

তবে, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা কারফিউর আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে— নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশন, পানি, খাদ্য সেক্টরে কর্মরত যারা।

এর আগে, গত ২১ মার্চ থেকে ১৪ দিনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট এবং বাস, ট্যাক্সি ও ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে সৌদি আরব। গত ১৫ মার্চ থেকে ১৪ দিনের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইটও স্থগিত করেছে দেশটি।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫০০ জনেরও বেশি রোগীকে শনাক্ত করা হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago