অ্যাঙ্গেলা মের্কেল সেলফ কোয়ারেন্টিনে
সেলফ কোয়ারেন্টিনে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তিনি করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মের্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট গতকাল জানান, শুক্রবার মের্কেলকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তাকে কোয়ারেন্টিনে রেখে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।
ওইদিন সকালে সংবাদ সম্মেলনে মের্কেল বলেছিলেন, জার্মানিতে করোনা বিস্তার ঠেকাতে সকল ধরনের ‘যোগাযোগ বন্ধের’ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধু একই পরিবারের লোক যারা একই বাড়িতে থাকেন, তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৩ জনে। ইতোমধ্যে মারা গেছেন ৯৪ জন এবং ২৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
Comments