অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালানোর আহ্বান ইউজিসির
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়টাতে বিশ্ববিদ্যালয়কে অনলাইনে একাডেমিক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া মঞ্জুরি কমিশনের এক চিঠিতে আজ সোমবার এ কথা জানানো হয়। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদেরকে অনলাইনে পাঠদান চালাতে উৎসাহ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এর ডেটা সেন্টারের জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনা খরচে এই অনলাইন কার্যক্রম চালানো সম্ভব।
এ বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষকদের বিডিরেনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। এই ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীরা ডেস্কটপ, ল্যাপটপ অথবা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারেক্টিভ শিক্ষা কার্যক্রম চালাতে পারবে।
চিঠিতে কমিশন আরও জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে এবং দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পরীক্ষামূলকভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
Comments