৫০ হাজার পিপিই, টেস্ট কিট দেবে জ্বালানি মন্ত্রণালয়
করোনাভাইরাসের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৫০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং ৫০ হাজার কিট দেবে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার এসোসিয়েশন (বিপপা)।
এর অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে চার হাজার পিপিই ও চার হাজার কিট হস্তান্তর করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এপ্রিল মাস পর্যন্ত সারচার্জ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে মে মাস পর্যন্ত আবাসিক গ্যাস বিলের সারচার্জ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি সকলকে সতর্ক থাকার এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিই ও টেস্টিং কিট দেশে যথেষ্ট পরিমাণ আছে। করোনাভাইরাসের সম্ভাব্য বাহকরা যথাযথভাবে কোয়ারেন্টিনের নিয়ম মানলে ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সহজ হবে।
এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও পিপিই দিয়েছে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ইতিমধ্যে কয়েকটি হাসপাতালে পিপিই ও কিট বিতরণ শুরু হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও সহযোগিতা করবে বলে জানানো হয়েছে।
Comments