আজ বিকাল থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার বিকাল থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সারাদেশে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে, পণ্যবাহী নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে কোভিড-১৯’র প্রাদুর্ভাবের কারণে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ছাড়া, গতকাল ভারত-বাংলাদেশ রুটে ৩০০টি কার্গো জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক।
Comments