লকডাউন না মেনে রাস্তায়, ভারতে ২৫৫ জন গ্রেপ্তার
করোনাভাইরাস সতর্কতায় ভারতের ৮০টিরও বেশি জেলা ‘লকডাউন’ করে রাখা হয়েছে। এ নির্দেশনা না মেনে রাস্তায় বের হওয়ার অপরাধে গতকাল ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকাল ৫টা থেকে লকডাউন নির্দেশনা কার্যকর হয়েছে। এরপর থেকে যারা আইন ভঙ্গ করেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি আদেশ না মানায় দোষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে সেদেশের পুলিশ।
ভারতে লকডাউন নির্দেশনা আগামী ২৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে করোনার বিস্তার রোধে পরবর্তীতে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
Comments