সুস্থ হয়ে উঠছি, বললেন করোনা আক্রান্ত আর্সেনাল কোচ

করোনাভাইরাসে আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দিয়েছেন আশার সংবাদ। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতার সঙ্গে আলাপচারিতায় সাবেক এই ফুটবলার বলেছেন, সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তিনি।
mikel arteta
ছবি: টুইটার

করোনাভাইরাসে আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দিয়েছেন আশার সংবাদ। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতার সঙ্গে আলাপচারিতায় সাবেক এই ফুটবলার বলেছেন, সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তিনি।

ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে যাদের উপর একেবারে প্রথম দিকে আঘাত হেনেছিল করোনা, তাদের মধ্যে আর্তেতা অন্যতম। সোমবার (২৩ মার্চ) ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ নাগরিক জানিয়েছেন, পুরোপুরি সেরে ওঠার খুব কাছে রয়েছেন তিনি, ‘তিন-চার দিন পরই আমি ভালো অনুভব করতে শুরু করি। শক্তি ফিরে পেতে থাকি। উপসর্গগুলো দূর হতে শুরু করে। আমি এখন খুব ভালো আছি। আমার মনে হচ্ছে, আমি সুস্থ হয়ে গিয়েছি।’

গেল ১২ মার্চ আর্তেতার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখনকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এই ৩৭ বছর বয়সী বলেছেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার। বিকালের দিকে আমি ভালো অনুভব করছিলাম না। তাই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কিন্তু তিনি সেখানে ছিলেন না। দলের অনুশীলন শেষে যখন আমি গাড়িতে ছিলাম, তখন আমার কাছে বোর্ড পরিচালকদের ফোন আসে। তারা আমাকে জানায় যে, অলিম্পিয়াকোসের মালিক করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং যারা তার সংস্পর্শে এসেছিল, সবাই ঝুঁকিতে আছে।’

এই ঘটনার সপ্তাহ দুয়েক আগে ইউরোপা লিগের ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে খেলতে গিয়েছিল আর্সেনাল। ম্যাচ শেষে ক্লাবটির মালিক এভানগেলোস মারিনাকিসের সংস্পর্শে এসেছিলেন আর্তেতা। আর্সেনালের আরও কয়েকজন ফুটবলারও মারিনাকিসের সঙ্গে হাতে হাত মেলান, ভাব-বিনিময় করেন।

মারিনাকিসের শরীরে করোনা সংক্রমণের সংবাদ জেনে আর্তেতা তখন নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করেন বোর্ড পরিচালকদের কাছে, ‘আমি তাদেরকে জানাই যে, আমি সুস্থ বোধ করছিলাম না এবং একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পরদিন ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের ম্যাচ ছিল। কিন্তু সবকিছু গোপন করে আমরা অনেক মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে পারতাম না।’

ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্সেনালের ম্যাচটি স্থগিত করা হয় এবং দুদিন পর আর্তেতাও করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন। সেই ভয়ানক মুহূর্ত স্মরণ করে তিনি বলেছেন, ‘বুধবার আমার পরীক্ষা করানো হয় এবং শুক্রবার আমার করোনাভাইরাস ধরা পড়ে। তখন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে জানাতে হয়েছিল যে, আমি পরীক্ষায় পজিটিভ হয়েছি। আর স্বাভাবিকভাবেই যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে যেতে হয় এবং পরবর্তী ম্যাচগুলো স্থগিত করা হয়।’

এখন অবশ্য আর আর্তেতাকে ঘিরে কোনো শঙ্কা নেই। তবে কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হলেও ফুটবলারদের মাঠে ফিরতে মানা করেছে আর্সেনাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা নিশ্চিত যে, এই সময়ে খেলোয়াড়দের অনুশীলনে ফিরতে বলাটা অনুপযুক্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে। তাই আমাদের পুরুষ, মহিলা ও একাডেমি দলের সকল সদস্য বাসায় থাকবেন। ঘরে থাকুন এবং জীবন বাঁচান।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

7h ago