সব আদালত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল বন্ধ: সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।
কোভিড-১৯ এর জন্য দায়ী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে গতকাল সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে সরকারি-বেসরকারি কার্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তার ভিত্তিতেই এই ঘোষণা দেয়া হলো।
অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রমে ফেরার কথা ছিল।
Comments