করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় ৫১৪ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে ৫১৪ জন মারা গেছেন। এনিয়ে এখন পর্যন্ত ইউরোপের এই দেশটিতে ২ হাজার ৬৯৬ জন মারা গেলেন।
স্পেনে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৬৭৩। তাদের মধ্যে ৫ হাজার ৪০০ জন স্বাস্থ্যকর্মী।
বিবিসি জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগ মাদ্রিদ, কাতালুনিয়া এবং বাস্ক অঞ্চলের বাসিন্দা। তবে অন্যান্য এলাকাতেও সংক্রমণ বাড়ছে।
এদিকে, যথাযথ ছাড়পত্র না নিয়ে অনেকেই হাসপাতাল ছাড়ায় মঙ্গলবার ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করে তীব্র সমালোচনা করেছে স্পেনের পুলিশ।
করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় লকডাউন সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়াতে পার্লামেন্টেকে জানাবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
Comments