বিএসএমএমইউতে ভীড় করবেন না: বিএনপি নেতাকর্মীদের রিজভী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ছয় মাসের কারামুক্তির সিদ্ধান্ত নেয়ার পর দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ ভীড় না করতে আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে এই খবরের পরপরই বিএসএসএসইউতে যান রিজভী। সেখানে দলের নেতাকর্মীরা ভীড় করলে পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি।
যে পরিস্থিতি চলছে তা থেকে উত্তরণে দলের নেতাকর্মীদের যার যার অবস্থানে থেকে দোয়া করতে বলেছেন তিনি।
চিকিৎসার জন্য গত এক বছরের বেশি সময় ধরে বিএসএমএমইউতে রয়েছেন খালেদা জিয়া।
এর আগে সকালে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, মানবিক কারণ ও বয়স বিবেচনায় খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তার ঢাকার বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Comments