করোনায় নিউইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ জন বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্ক থেকে সাংবাদিক নিহার সিদ্দিকী ও হাসানুজ্জামান সাকি দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, নিউইয়র্ক সময় সোমবার ৩৭ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী এক নারী মারা যান। আজ মঙ্গলবার মারা যান দুজন। তাদের বয়স যথাক্রমে ৬৫ ও ৭৩ বছর। এর আগে মারা গেছেন দুজন। তারা ছিলেন ষাটোর্ধ।
এখানে উল্লেখ্য যে, নিউইয়র্কের হাসপাতাল থেকে তথ্য পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্তৃপক্ষ কোন রোগীর কাছের আত্মীয় পরিজনকেও হাসপাতালে প্রবেশের অনুমতি দিচ্ছে না। সম্পূর্ণ দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ পালন করছে।
Comments