ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট। ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার এই যানজট শুরু হলেও আজ সকাল সাড়ে ১০টার পরে ধীর গতিতে যান চলতে শুরু করে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা নামক স্থানে আন্ডারপাসের কাজ চলমান থাকায় ওই অংশে ওয়ানওয়েতে যানবাহন চলাচল করায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

ডলফিন পরিবহনের যাত্রী পিয়ারুল জানান, বুধবার বিকেল ৪ টায় ফেনী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৭ টায় মির্জাপুর পৌঁছেছি।

চুয়াডাঙ্গাগামী মামুন স্পেশাল বাসের চালক সেলিম জানান, মঙ্গলবার রাত ১টায় ঢাকা থেকে রওনা হয়ে বুধবার সকাল ৬টায় মির্জাপুর পর্যন্ত পৌঁছেছি।

মির্জাপুরের হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ছুটি পেয়ে মানুষ ঘরে ফিরছে ফলে যানবাহনের চাপ বেড়েছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে। তবে আজ সকাল পৌনে ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago