খালেদা জিয়ার মুক্তির আদেশ কারা সদরদপ্তরে পৌঁছেছে
বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কপি কারা সদরদপ্তরে পৌঁছেছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আদেশ কপি পেয়েছি। আমার সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে আছেন। আমরা কেন্দ্রীয় কারাগারের সুপারের সঙ্গে যোগাযোগ করছি। উনি এই আদেশটা বাস্তবায়ন করবেন।’
Comments