আংশিক খুলে দেওয়া হলো চীনের মহাপ্রাচীর
প্রায় দুই মাস বন্ধ থাকার পর চীনের বিখ্যাত মহাপ্রাচীরের বাদালিং অংশ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এটি খুলে দেওয়া হয় বলে আজ জাকার্তা পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।
মহাপ্রাচীরের বাদালিং অংশ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং ১৯ হাজার ৫০০ দর্শনার্থী দেখার সুযোগ পাবেন। গতকাল দুপুর ২টা পর্যন্ত ৮৯২টি টিকিট বুকিং দেওয়া হয়েছিল।
দর্শনার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অথবা উইচ্যাটের মাধ্যমে অগ্রিম টিকিট বুকিং দিতে হবে। এসময় তাদের স্বাস্থ্য কোড উল্লেখ করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
তারা যখন বাদালিংয়ে প্রবেশ করবেন, তখন তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে।
চীনের মহাপ্রাচীরের বাদালিং অংশ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত। এই অংশটি বেইজিং থেকে ৬০ কিলোমিটারে দূরের ইয়ানকিং জেলায় অবস্থিত।
চীনের মহাপ্রাচীরের এই অংশ দর্শনার্থীরা বেশি ভ্রমণ করে থাকেন। ২০১৮ সালে এখানে ৯ দশমিক ৯ মিলিয়নেরও বেশি দর্শনার্থী এসেছিল।
Comments