কুরিয়ার সার্ভিসের গাড়িতে ঢাকা থেকে রাজশাহী যাত্রী পরিবহন
করোনাভাইরাসের কারণে দেশে বাস চলাচল বন্ধ থাকায়, ঢাকা থেকে রাজশাহী যাত্রী নিয়ে গেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান।
এ অপরাধে আহমেদ পার্সেল সার্ভিস নামের ওই কুরিয়ার সার্ভিসের অফিস সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের স্থানীয় ম্যানেজার নবুয়ত আলিকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
তবে, ওই কাভার্ড ভ্যানে রাজশাহীতে যাওয়া যাত্রীদের খোঁজ বের করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।
আবু আসলাম বলেন, যদি যাত্রীদের একজনও করোনাভাইরাসে আক্রান্ত হন, তবে তারা ইতিমধ্যে এই রোগ ছড়াচ্ছেন।
কুরিয়ার সার্ভিসের গাড়িটি ঢাকার সিদ্দিকবাজার থেকে ২০ জনেরও বেশি যাত্রী নিয়ে রাজশাহী আসে বলে উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালত।
কুরিয়ার সার্ভিসের রাজশাহী শহরের কুমারপাড়া অফিসের ৫০০ গজ দূরে শেখের চক এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে যাত্রীদের নামানো হয়।
খবর পেয়ে লসমি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার বিকেলে আহমেদ পার্সেল সার্ভিসের স্থানীয় কার্যালয়ে গিয়ে চ্যালেঞ্জ করেন।
Comments