ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের বেশি একসঙ্গে চলা নিষেধ

স্টার ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনের বেশি একসঙ্গে চলাফেরা করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে জনসমাগম ও জটলা এড়াতে এমন মাইকিং করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) প্রশান্ত বৈদ্য দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, জনগণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে এ প্রচার চালানো হচ্ছে। এছাড়া প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে বের না হতেও আহ্বান করা হচ্ছে।

তিনি জানান, বুধবার সারাদিনই ব্রাহ্মণবাড়িয়া জেলায় শপিং কমপ্লেক্স, সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সব প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরে সীমিত আকারে হালকা যান চলাচল করেছে।

তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, কাঁচাবাজার ও মুদি দোকান খোলা আছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে দেখেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এসব নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. ইমতিয়াজ আহাম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় নতুন করে আরো ৬২৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত মোট ২,৩০৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হলো। 

 

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago