মেসি নয়, রোনালদো সময়ের সেরা; কিন্তু আমি ইতিহাসের সেরা: পেলে
সময়ের সেরা ফুটবলার কে? দ্বিধা-বিভক্ত গোটা দুনিয়া। কেউ লিওনেল মেসির নাম বলেন তো কেউ ক্রিস্তিয়ানো রোনালদোর। তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের চোখে মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদো। তবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অন্য কাউকে নয়, তিনি বেছে নিয়েছেন নিজেকেই।
সম্প্রতি ব্রাজিলের ইউটিউব চ্যানেল পিলহাদোকে দেওয়া সাক্ষাৎকারে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসিকে নয়, পর্তুগালের হয়ে দুটি আন্তর্জাতিক শিরোপা জেতা রোনালদোকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন পেলে।
‘বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় হলো ক্রিস্তিয়ানো রোনালদো। আমার মনে হয়, সে-ই সেরা। কারণ সে অনেক বেশি ধারাবাহিকতা দেখিয়েছে। তবে অবশ্যই (লিওনেল) মেসিকে ভুলে যাওয়া চলবে না। কিন্তু সে স্ট্রাইকার নয়।’
গেল বছর নভেম্বরে ইতালিয়ান দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তের কাছে অবশ্য জুভেন্টাস স্ট্রাইকার রোনালদো চেয়ে মেসির প্রতি বাড়তি মুগ্ধতার কথা জানিয়েছিলেন পেলে। একসঙ্গে খেলার সুযোগ হলে কাকে সতীর্থ হিসেবে পছন্দ করতেন, এমন জিজ্ঞাসায় বার্সেলোনা ফরোয়ার্ডের নাম বলেছিলেন তিনি।
ইউটিউব চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানটির সঞ্চালক ৭৯ বছর বয়সী পেলের কাছে সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম জানতে চাইলে, আরও বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নাম উল্লেখ করেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজেকেই সেরার আসনে রেখেছেন সাবেক এই সেলেসাও স্ট্রাইকার।
‘এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। আমরা জিকো, রোনালদিনহো ও রোনালদোর (দ্য ফেনোমেনন) কথা ভুলে যেতে পারি না। ইউরোপে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইয়োহান ক্রুইফ ছিল। এখন এটা আমার দোষ নয়, কিন্তু আমি মনে করি, পেলেই তাদের সবার চেয়ে ভালো ছিল।’
Comments