করোনাভাইরাসের কারণে জিডিপির ১.১% ক্ষতি হতে পারে: অর্থমন্ত্রী
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ জিডিপি-র ১ দশমিক ১ শতাংশ ক্ষতির মুখে পড়তে পারে, বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানিয়েছেন, গেল অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ ৮ দশমিক ১৫ শতাংশ, যা চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস ছিল।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর একটি বিশ্লেষণ উল্লেখ করে মন্ত্রী জানান, দুর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ এর কারণে বাংলাদেশ জিডিপির ১ দশমিক ১ শতাংশ হারাতে পারে।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সদর দপ্তরে আজ বুধবার ভিডিও কনফারেন্সে কথা বলেন অর্থমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
করোনাভাইরাসের এ সংকটের সময় অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফকে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাদের বৃহত্তর সহযোগিতা নিশ্চিত করবে।
Comments