অসহায়দের জন্য অর্ধ কোটি টাকার চাল দিচ্ছেন সৌরভ

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা এই সময়ে অনেকটা ছুটির মেজাজে ঘরে থাকলেও দিনমজুরদের পরিস্থিতি ভিন্ন। কাজ বন্ধ থাকায় তাদের পেটের চিন্তা দেখা দিচ্ছে বড় হয়ে
sourav ganguly
সৌরভ গাঙ্গুলি। ছবি: এএফপি

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা এই সময়ে অনেকটা ছুটির মেজাজে ঘরে থাকলেও দিনমজুরদের পরিস্থিতি ভিন্ন। কাজ বন্ধ থাকায় তাদের পেটের চিন্তা দেখা দিচ্ছে বড় হয়ে । তা বুঝতে পেরেই সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সভাপতি প্রধান সৌরভ গাঙ্গুলি নিয়েছেন উদ্যোগ। অসহায় মানুষদের জন্য মোটা অঙ্কের চালের ব্যবস্থা করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে , সৌরভ ও ‘লাল বাবা চাল’ কোম্পানি মিলে ৫০ লাখ রুপি মূল্যের চাল বিতরণ করবে। ক্রিকেট অ্যাসোশিয়েন অব বেঙ্গল এক বিবৃতিতে জানিয়েছে এমন উদ্যোগ সংকটকালে অনুপ্রেরণাদায়ক,  ‘আশা করছি গাঙ্গুলির উদ্যোগ বাকি সবাইকে উৎসাহ যোগাবে। অন্যরাও এইরকমভাবে এগিয়ে আসবে রাজ্যের মানুষের জন্য।

এদিন সৌরভ রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও একটি প্রস্তাব দিয়ে রেখেছেন। যদি প্রয়োজন হয় তবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনকে কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের চিন্তা করা যাবে বলে জানিয়েছেন তিনি।

লকডাউনের প্রথম দিন টুইটারে নীরব, নিথর কলকাতা শহরের ছবি পোস্ট করে সৌরভ লিখেছিলেন, ‘এমন শহরকে এমন অচেনা দেখব কখনো ভাবিনি।’

মহামারি কোভিড-১৯ এর থাবায় ভারতে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। এরমধ্যে মারা গেছেন ১০ জন। বিশ্বের অন্যতম জনবহুল দেশে এই মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কায় ভারত জুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Comments

The Daily Star  | English
bd govt logo

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

7m ago