কলেজ ল্যাবে স্যানিটাইজার তৈরি করে বিতরণ করছে ওরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুস্থদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজের রসায়ন বিভাগের প্রধান রাফি উদ্দিন নিজাম বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আজও তারা স্যানিটাইজার বিতরণ করবে। আরও ৫০ লিটার স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে তারা।’
Moulavibazar_Govt_College
কলেজের ল্যাবরেটরিতে স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণ করছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি: স্টার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুস্থদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজের রসায়ন বিভাগের প্রধান রাফি উদ্দিন নিজাম বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আজও তারা স্যানিটাইজার বিতরণ করবে। আরও ৫০ লিটার স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে তারা।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কলেজের কেমিস্ট্রি ক্লাব হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিনা মূল্যে বিতরণের উদ্যোগ নেয়। কলেজ ল্যাবেই তারা স্যানিটাইজার তৈরি করে। সে সময় অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে ১৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। আরও ৫০ লিটার স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’

কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘কেমিস্ট্রি ক্লাবের নিজস্ব অর্থায়নে এই কাজ শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষও সহায়তা করছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। ২০ জন স্বেচ্ছাসেবক শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুস্থ, শ্রমিক ও দিনমজুরদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিনা মূল্যে বিতরণ করছে।’

Comments