লন্ডন, ম্যানচেস্টার ছাড়া বিমানের সব ফ্লাইট স্থগিত
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের দুটি রুট ছাড়া সব রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিমান এখনও লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে।’
তিনি আরও জানান, গত দুই মাসে বিমানের লোকসান হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা।
ছয়টি নতুন ড্রিমলাইনারসহ ১৮টি উড়োজাহাজের বহর নিয়ে বিমান ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
গত মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম মহিবুল হক জানিয়েছেন, সাতটি অভ্যন্তরীণ রুটেও অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে বিমান।
Comments