আপিলেট ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি শওকত হোসেন
অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেনকে প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গতকাল বুধবার থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে।
বিচারপতি মো. শওকত হোসেনসহ তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি শওকত হোসেন অবসরে যান।
Comments